বরিশালে সড়ক নিরাপত্তামূলক রোড-শো অনুষ্ঠিত

Passenger Voice    |    ০৮:৩০ পিএম, ২০২৪-০৩-২৩


বরিশালে সড়ক নিরাপত্তামূলক রোড-শো অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চালকদের সচেতনতা বৃদ্ধি, ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসন ও ডিজিটাল বিআরটিএ গঠনে সব সময় এগিয়ে থাকেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র বরিশাল বিভাগের পরিচালক (ইঞ্জিঃ) মো. জিয়াউর রহমান। জাতীয় পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণীতে পেয়েছেন জনপ্রশাসন পদক-২০২১।

দক্ষ এই কর্মকর্তাকে রাস্তায় নেমে চালকদের সচেতন করতে দেখা যায় সব সময়। বরিশাল বিভাগের প্রতিটি জেলায় বিআরটিএর সার্কেল অফিস গুলোর উদ্যোগে প্রতিমাসে নির্ধারিত সময়ে পেশাজীবী চালকদের রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করেন খোদ এই কর্মকর্তা। এবার বিআরটিএ বরিশাল সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করা হয়েছে সড়ক নিরাপত্তামূলক রোড-শো।

গত ২১ মার্চ বৃহস্পতিবার সকালে বরিশাল মহানগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে গাড়ীচালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির করতে এই রোড-শো পালন করে বিআরটিএ। এই সময় উপস্থিত ছিলেন, বিআরটিএর বরিশাল বিভাগীয় পরিচালক (ইঞ্জিঃ) জিয়াউর রহমান বাবু, বরিশাল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) দেবাশিষ বিশ্বাস (অঃ দাঃ), মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা , ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ মালিক শ্রমিক প্রতিনিধিগণ।